ক্রাইস্টচার্চ হামলাকারীর ‘ইস্তেহার’ নিষিদ্ধ করলেন জাসিন্ডা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সাম্প্রতিক ছবি।

ক্রাইস্টচার্চে হামলাকারী যুবক যে ইস্তাহারটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অন্যদের কাছে শেয়ার করেছিল, তা নিষিদ্ধ করে অবৈধ বলে ঘোষণা করল জাসিন্ডা আরডার্নের সরকার।

নিউজিল্যান্ডের ফিল্ম অ্যান্ড লিটারেচারের চিফ সেন্সর বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ইস্তাহারটি কোনও ভাবেই ডাউনলোড বা শেয়ার করা যাবে না। কেউ তা শেয়ার করার চেষ্টা করলে, শাস্তির মুখে পড়তে হবে।

১৫ মার্চ ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে জোড়া সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন নিহত হন। মসজিদে প্রার্থনারতদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসী। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ে যায় ওই অস্ট্রেলীয় যুবক। তখনই জানা যায়, নাশকতার কিছুক্ষণ আগে ই-মেইল করা তার ইস্তাহারের কথা। যেখানে অভিবাসীদের উপর তার বিদ্বেষের কথা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাংলাদেশি যুবকের ছবি নিয়ে আলোড়ন

ঘটনার তদন্তে 'রয়াল কমিশন অফ এনকোয়ারি' গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন।

ইত্তেফাক/টিএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews