এক সাক্ষাতকারে জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে বিতর্কের বেড়াজালে আটকে গিয়েছিলেন ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে জনপ্রিয়তা অর্জন করা বাংলাদেশি শিল্পী মাঈনুল আহসান নোবেল।

ব্যান্ড তারকা জেমসের 'বাংলাদেশ' শিরোনামের গানটিকে 'আমার সোনার বাংলা' জাতীয় সংগীত থেকেও বেশি বাংলাদেশকে উপস্থাপন করে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে এবার নোবেলের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা নোবেলের নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৩ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘নোবেল নামের বাচ্চা একটা ছেলে ভালই গান গাইছিল, তার প্রতি স্নেহ জন্মেছিল। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে সে।

তিনি যোগ করেন, নোবেলের কথায় আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরও ভালো জাতীয় সঙ্গীত তার কাছে আছে!

এর পর নোবেলকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এভাবে জাতি সম্পর্কে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

এসময় সভায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘এক জীবনে বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করা যাবে না। তার ঋণ কখনও শোধ হবার নয়। বঙ্গবন্ধুর ত্যাগে অর্জিত এ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews