ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছেই ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় মেসিদের। কিন্তু সেই বিশ্বকাপে খুব কাছ থেকে দেখেছেন মেসিকে। ফাইনালে মেসিকে আটকাতে ভিন্ন রকম পরিকল্পনাও ছিল তার কাছে। সফলও হয়েছিলেন তিনি।

বলছি জার্মান ফুটবল দলের বর্তমান কোচ ইয়োকিম লোর কথা। সামনেই আরেকটি বিশ্বকাপ। লোর কাছে প্রশ্ন ছিল, আর্জেন্টাইন মেসি নাকি পর্তুগিজ রোনালদো কাকে বেছে নিবেন? লোর সোজাসাপ্টা উত্তর- মেসি।

জার্মানির বিপক্ষে মেসির গোল মাত্র একটি। তাও আবার ছয় বছর আগে। কিন্তু মেসিকে তার গোল সংখ্যা দিয়ে আঁচ করা যায় না। জার্মান কোচের কণ্ঠে তাই মেসি স্তুতি। ‘মেসি ও রোনালদোর ভেতর মেসিকেই বেছে নিব। রোনালদো অসাধারণ এবং পরিশ্রমী পেশাদার ফুটবল সঙ্গে তার গোল করার অসাধারণ দক্ষতাও রয়েছে। কিন্তু মেসি হল পরিপূর্ণ একজন ফুটবলার।’

জার্মান দৈনিক বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে লো আরও বলেন, ‘মেসি হলো ঈশ্বরের এক আশীর্বাদ; যে কিনা টানা ১০ বছর ধরেই প্রত্যেক মৌসুমে ৩০-৪০টি এসিস্ট এবং ৫০টি করে গোল করে যাচ্ছে।’

মেসির কথা উঠতেই চলে আসে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ। ফাইনালেও মেসির জয়-ক্ষুধার কোনো কমতি নজরে আসেনি লোর। তিনি বলেন, ‘দলভেদে মেসির খেলার গতির কোনো পরিবর্তন হয় না। সে এমন একজন ফুটবলার যে অনায়াসেই ৮ কিংবা ৯ জন খেলোয়াড়কে উতরে গিয়ে চোখ ধাঁধানো গোল করতে পারে, যা কিনা আপনার মনে থাকবে আজীবন।’

আরআর/এমবিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews