জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বরিশালের গৌরনদী উপজেলা শাখায় ১১ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেলে এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন অনুমোদিত এ সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবে।
গঠিত কমিটিতে এস এম নজরুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার, মো: মাইন উদ্দিন হাওলাদার, আসাদুল ইসলাম, আরমান আকন ও আকবর আলী খান।
কমিটির অন্য সদস্যরা হলেন মো: রেজাউল করিম আকন্দ, খাদিজা বেগম, উত্তম কুমার দাস, মো: বাসার আহম্মদ ও মাহমুদুল হাসান ফরিদ।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই কমিটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো মজবুত করার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবে।
এনসিপি’র নেতারা নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত গড়ে তুলতে এ কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’