ছেলেকে অর্গানিক শাকসবজি ও ফল খাওয়ানোর জন্য এ যেন আমার কাছে এক সুবর্ণ সুযোগ হয়ে এল। ছোটবেলা থেকেই বাগান করার নেশা ছিল। তাই আর দেরি না করে ছাদবাগানে গাছ লাগানো শুরু করলাম। শহরে বাগান করতে গেলে টবের সীমিত পরিমাণ মাটিই ভরসা। তাই গাছের পরিপূর্ণ পুষ্টি জোগানোর জন্য সঠিকভাবে মাটি তৈরি করাটা জরুরি। যেহেতু পরিবারের পাতে রাসায়নিকমুক্ত শাকসবজি ও ফল তুলে দেওয়াটা আমার উদ্দেশ্য, তাই সম্পূর্ণ জৈবপদ্ধতিতে মাটি প্রস্তুত করতে চেষ্টা করি। সমান পরিমাণ শুকনা গোবর আর মাটি নিই, সঙ্গে যোগ করি ব্যবহৃত চা–পাতা, ডিমের খোসার গুঁড়া, সামান্য শর্ষের খইল, এক মুঠো নিমপাতাগুঁড়া, কোকো পিট বা নারিকেল ছোবড়াগুঁড়া, মোটা বালু। এগুলো মিলিয়ে শুকিয়ে নিই।