শুধু বিশ্বকাপই নয়, সামনের ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। বিশ্বকাপের আগে নাসিমের এমন চোট চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে। কে হতে পারেন নাসিমের বিকল্প? সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সমর্থকেরাও এই প্রশ্ন নিয়েই আলোচনা করছেন। অনেকেই মনে করেন নাসিমের বিকল্প হতে পারেন অভিজ্ঞ আমির।
নাসিম ও আমির দুজন দুই ধরনের বোলার। আমিরের সঙ্গে আরও মিল খুঁজে পাওয়া যায় আরেক পেসার শাহিন শাহ আফ্রিদির। আফ্রিদির সঙ্গে আমির নতুন বলের দায়িত্ব নিলে নিঃসন্দেহে আগের মতো বোলিং আক্রমণে ভিন্নতা থাকবে না পাকিস্তানের। তবে যাঁরা আমিরকে চাইছেন, তাঁদের যুক্তি একটাই—আমিরের অভিজ্ঞতা। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই আমিরই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। তাঁর অবসরের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে আমিরকে প্রয়োজন বলেই দাবি তাদের।