যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে শুরু করে চীনের বিক্ষোভ, ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে আর্জেন্টিনার অভ্যুত্থান— আজকের দিনে বিশ্বজুড়ে ঘটেছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা। নারী অধিকার আন্দোলনের এক মাইলফলক— সবকিছুই মিলেমিশে ৪ জুনকে করে তুলেছে ইতিহাসের এক উজ্জ্বল দিন।



১৮১২ –  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা 'ওয়ার অব ১৮১২' নামে পরিচিত।

১৯৪০ –  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪০ সালের ৪ জুন, ডানকার্ক থেকে মিত্রবাহিনীর প্রত্যাহার সম্পন্ন হয়।







১৯৪২ – প্রশান্ত মহাসাগরে মিদওয়ে যুদ্ধ শুরু হয়, যা জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিজয় ছিল।

১৯৪৪ – যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জার্মান সাবমেরিন ইউ-৫০৫ দখল করে, যা ১৮১৫ সালের পর প্রথমবারের মতো সমুদ্রে শত্রু জাহাজ দখলের ঘটনা।

১৯১৯ – যুক্তরাষ্ট্রের কংগ্রেস ১৯তম সংশোধনী অনুমোদন করে, যা নারীদের ভোটাধিকার প্রদান করে।

১৯৪৩ –  আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট রামন ক্যাস্টিলোকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৮৯ –  চীনের বেইজিংয়ে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর চীনা সামরিক বাহিনী দমন-পীড়ন চালায়, যেখানে শত শত মানুষ নিহত হন।

১৯১৭ –  প্রথমবারের মতো পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়, যা সাংবাদিকতা ও সাহিত্যে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭৫ – অ্যাঞ্জেলিনা জোলি জন্মগ্রহণ করেন, যিনি মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার কর্মী।

এমএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews