‘অন্তরের ধ্যান মূর্ত হোক বোধের চিৎকারে’ এই স্লোগানকে উপজীব্য করে, থিয়েটার গ্রুপ- আরশিনগর-ঢাকা এর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। ১১ জুলাই (শুক্রবার) বিশ্বসাহিত্য কেন্দ্রের সভা কক্ষে দলের অধিকাংশ সদস্যের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। 

সম্মেলনের শুরুতে দলের প্রতিষ্ঠাতা সদস্য ফাল্গুনী শম্পা’র স্বামী আলী হাসান মোহাম্মদ গাউছুল হক ফিলিপের অকাল প্রয়াণে এবং দলের অপর সদস্য সফুকা চৌধুরীর বাবা আবদুল কাদের চৌধুরীর সদ্য প্রয়াণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দলের সদস্যরা বিভিন্ন প্রযোজনা এবং দল সম্পর্কে তাদের স্মৃতিকথা ব্যক্ত করেন। 

এরপর অর্ধশতাধিক সদস্যের এই নাট্যদলটির অধিকাংশ অংশীজন মিলে নির্ধারণ করলো আগামী ২ বছর কারা দলটির প্রধান দায়িত্বগুলো পালন করবে। সবার সম্মতিতে গঠিত হলো ১৫ সদস্যের নতুন নির্বাহী পর্ষদ এবং ৫ সদস্যের উপদেষ্টা পর্ষদ।

২০২৫ থেকে ২০২৭ মেয়াদের এই নির্বাহী পর্ষদের সভাপতি হলেন- দলের প্রতিষ্ঠাতা রেজা আরিফ। সাধারণ সম্পাদক- পার্থ প্রতিম, সাংগঠনিক সম্পাদক- পলি পারভীন, অর্থ সম্পাদক- স্নেহাশিস দেবনাথ, দপ্তর সম্পাদক- ওয়াহিদ খান সংকেত, প্রচার সম্পাদক- জিনাত জাহান নিশা, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক- হাসান অমিত, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক- শোভন চক্রবর্তী, কর্মশালা ও অনুষ্ঠান সম্পাদক- আজামা শানুহু মৃন্ময়ী। 

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন- নাজমুল রিগান, শহিদ মৃধা, জারিন তাসনিম তুনতুন, ফাতিমা তুজ-জান্নাত অনন্যা, জেরিন চাকমা এবং প্রধান নির্বাহী সদস্য হিসেবে অনিক কুমার।

এবারও ৫ জন গুণী মানুষকে আরশিনগর তাদের উপদেষ্টা হিসাবে পেয়েছে। তারা হলেন- প্রথিতযশা আবৃত্তিশিল্পী, অভিনেতা ও শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, বিশিষ্ট উন্নয়ন কর্মী ফারুক আহমেদ, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর এবং সাংবাদিক ও প্রকাশক খোকন কুমার রায়।

নতুন নতুন প্রযোজনা এবং সাংগঠনিক শক্তি জোরদার করার প্রতিশ্রুতি জানায় ১৫ সদস্যের এই নির্বাহী পর্ষদ। ‎



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews