তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের মেধাবী তরুণদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১৮ ফেব্রুয়ারি ২০১৯ ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে অনিবাসী বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

পলক বলেন, আমাদের অত্যন্ত মেধাবী তরুণ প্রজন্ম রয়েছে। তারা নিজেদের মেধা ও প্রযুক্তিকে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহয়তা প্রদান করছে। তিনি এ সুযোগ কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে মোবাইল ব্যাংকিংসহ অনলাইনভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। দেশের বিশাল জনগোষ্ঠী ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত। মোবাইল ফোন ব্যবহারে বিশ্বের অন্য সব দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম বলেও উল্লেখ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews