ওপেনএআই চ্যাটজিপিটির জন্য এমন এক ফিচার তৈরি করছে যা জনপ্রিয় হলে মাইক্রোসফটের আধিপত্যে হাত দেবে।

নতুন এ টুলের মাধ্যমে সরাসরি চ্যাটজিপিটিতেই স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ইনফরমেশন। ফলে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্য যেকোনো মাইক্রোসফট সফটওয়্যারের প্রয়োজন হবে না।

কিছু সংখ্যক চ্যাটজিপিটি গ্রাহক এখন পাওয়ার পয়েন্ট ও এক্সেল-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফাইল তৈরি করতে পারছেন।

ওপেনএআই চ্যাটবক্সের নিচে নতুন বাটন যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের প্রেজেন্টেশন বা স্প্রেডশিট তৈরির ওয়ার্কফ্লো শুরু করতে সাহায্য করে। তৈরি হওয়া ফাইলগুলো ডাউনলোড করে বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপে ব্যবহার করা যাবে।

এটি করা সম্ভব হয়েছে কারণ মাইক্রোসফট তাদের এক্সেল ও পাওয়ার পয়েন্ট ফাইল ফরম্যাট ওপেন সোর্স করে দিয়েছে। ফলে ওপনেএআইকে আর আলাদা করে অনুমতি নিতে হচ্ছে না।

এছাড়া ওপেনএআই এখন শুধু কথা বলার বট নয় বরং ‘এজেন্টস’ নামে এমন এআই টুল তৈরি করছে যা বহু ধাপের জটিল কাজ যেমন রিপোর্ট তৈরি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং বা ওয়েবসাইটে ঘোরাফেরা নিজে নিজেই করতে পারবে ব্যবহারকারীর বারবার নির্দেশনা ছাড়াই।

যদি সফল হয়, তাহলে চ্যাটজিপিটি মাইক্রোসফট ও গুগলের প্রচলিত প্রোডাক্টিভিটি স্যুটগুলোর একটি শক্তিশালী বিকল্পে পরিণত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজনেস স্ট্যান্ডার্ড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews