ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান বেসামরিক উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে। তারই প্রতিক্রিয়ায় ট্রাম্প এই হুমকি দিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুবই খারাপ সংকেত। তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি। কিন্তু তারা আবার শুরু করতে পারে। আর যদি তা করে, তবে আগের চেয়েও দ্রুতগতিতে আমরা আবার সবকিছু ধ্বংস করে দেব।’

তিনি আরো বলেন, ‘আমরা সেটা খুশি মনেই করব, খোলাখুলিভাবে এবং আনন্দের সাথে করব।’

গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পর ট্রাম্প এই মন্তব্য করেন।

অনুষ্ঠিত ওই আলোচনা ছিল ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা ও ইসরাইলের সাথে উত্তেজনা বৃদ্ধির পর প্রথম কোনো উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। আলোচনাটিকে ইরানি কর্মকর্তারা ‘গুরুত্বপূর্ণ, খোলামেলা ও বিস্তারিত’ বলে উল্লেখ করলেও কোনো অগ্রগতির ঘোষণা আসেনি।

এদিকে সোমবার ট্রাম্পের বিবৃতির পর আরাগচি বলেন, ইরান কখনোই হুমকি ও ভীতির ভাষার জবাব দেবে না। একইসাথে তিনি বলেন, চিকিৎসা ও বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান যদি আবারো আক্রমণের শিকার হয়, তাহলে তারা ‘আরো কঠোরভাবে প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না’।

এর আগে, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না। তবে আলোচনার জন্য পথ খোলা রয়েছে। এ সময় তিনি জানান, ইরানের সাথে ইসরাইলের ১২ দিনের যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতি নিয়ে তিনি ‘খুব একটা আশাবাদী নন’।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews