রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আইএসপিআর গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযানে যৌথ বাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে একটি রিভলভার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে শুক্রবার ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ ও ক্যাম্প সূত্র জানায়, দুই মাস ধরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ক্যাম্পের অন্যতম মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ক্যাম্পে বিভিন্ন সময় অভিযান চালিয়ে শতাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।