ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানে ইসরায়েলি বিমান হামলা যতদিন প্রয়োজন, ততদিন চলবে। তিনি বলেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনার কেন্দ্রে আঘাত হেনেছে।



তিনি জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরে হামলা চালানো হয়েছে, যেটি ইরানের অন্যতম প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত।

নেতানিয়াহু বলেন, ইরানি বোমা তৈরির সঙ্গে যারা জড়িত, এমন বিজ্ঞানীরাও আমাদের নিশানায় রয়েছেন।







এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ২০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে ৩৩০টিরও বেশি মারণাস্ত্র।

তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো কখন ইসরায়েলে পৌঁছাবে, তা এখনও নিশ্চিত নয়। এর আগে ইরানি হামলার সময় এমন ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছিল।

ইরানের আগের দুটি হামলার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক মিত্র দেশের সহায়তা পেয়েছিল। তবে এবার ইসরায়েল আগাম হামলা শুরু করায় তাদের পাশে তেমন কোনো আন্তর্জাতিক জোট রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আরএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews