মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে খোলা চিঠি লিখেছে আফগানিস্তানভিত্তিক জঙ্গিসংগঠন তালেবান।ওই চিঠিতে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে তালবান। তালেবান বলেছে, রক্তপাত আর ধ্বংস ছাড়া ১৬ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হয়নি।জঙ্গিসংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত ওই খোলা চিঠিতে তালেবান বলেছে, ফলহীন যুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ট্রাম্পকে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে তালেবান বলেছে, ‘এ যুদ্ধ শেষ করার দায়িত্ব আপনার ওপরও বর্তায়।’ খবর আলজাজিরার।২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। ভিয়েতনাম যুদ্ধের পর আফগানিস্তান যুদ্ধই ওয়াশিংটনের সবচেয়ে দীর্ঘমেয়াদি সামরিক আগ্রাসন। যুক্তরাষ্ট্রের জন্য এ যুদ্ধ সবচেয়ে ব্যয়বহুলও। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ১০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। চিঠিতে তালেবান তার চলমান বিদ্রোহকে সঠিক বলে দাবি করেছে। তালেবান দাবি করেছে, সংগঠনটির জিহাদ ও সংগ্রাম ধর্মীয়ভাবে, বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে, জাতিগতভাবে এবং অন্য সব আইনগত দিক দিয়েই বৈধ।এ পর্যন্ত আফগানিস্তানের ব্যাপারে জনসম্মুখে প্রেসিডেন্ট ট্রাম্প তেমন কিছু বলেননি। বর্তমানে আফগানিস্তানে ৮ হাজার ৪০০ মার্কিন সৈন্য রয়েছে। ন্যাটো জোটের প্রশিক্ষণ মিশন ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে স্থানীয় বাহিনীকে সহযোগিতার জন্য এসব সৈন্য দেশটিতে অবস্থান করছে। এদিকে ট্রাম্পের সামরিক উপদেষ্টারা দীর্ঘদিনের আফগান যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে জানিয়ে সেখানে সেনা বাড়ানোর অনুরোধ করেছেন। কিন্তু ট্রাম্প অতীতে মার্কিন সেনা হতাহতের ঘটনা কমিয়ে আনতে আফগানিস্তান থেকে সেনা কমানোর ইচ্ছারই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তিনি চুপ রয়েছেন।গত সপ্তাহে ট্রাম্প জানান, তিনি খুব শিগগিরই একটি কৌশল নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে ট্রাম্পের কয়েকজন শীর্ষ সহযোগী আফগানিস্তানে সেনা বাড়ানোর নতুন কৌশলের সমালোচনা করছেন। আর এখন ট্রাম্পকে সেনা সরানোর আহ্বান জানিয়ে চিঠি দিল তালেবান।শান্তি ফিরিয়ে আনতে দেশটির ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করে সরাসরি জনগণের সঙ্গে আলোচনার কথাও বলেছে জঙ্গি সংগঠনটি।চিঠিতে বলা হয়েছে, ‘অতীত অভিজ্ঞতার আলোকে দেখা গেছে আফগানিস্তানে সেনা বাড়িয়ে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক শক্তির ধ্বংস ডেকে আনা ছাড়া আর কোনো লাভ হয়নি। আমরা দেখেছি যে, আপনি আপনার পূর্বসূরিদের ভুলগুলো বুঝতে পেরেছেন এবং আপনার নতুন আফগান কৌশল আরেকবার ভেবে দেখার বিষয়টিও মনস্থির করেছেন।’এতে আরও বলা হয়েছে, ‘মার্কিন তরুণরা নিশ্চয়ই চোর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আফগানিস্তানের মরুভূমি বা পাহাড়ে মারা যাওয়ার জন্য জন্ম নেয়নি। নতুবা তাদের বাবা-মায়েরা নিশ্চয়ই আফগানিস্তানের সাধারণ মানুষকে হত্যার অনুমতি তাদের দেবে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews