ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাইয়ের অভিযোগ

মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। এদিকে মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার সময় বিভিন্ন ইউনিয়নের এসব বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন ফরম দুর্বৃত্ত কর্তৃক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগ এনে ৯নং মিরসরাই সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মেজবাউল আলম বলেন, ‘শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে সেখানে অজ্ঞাত ১০-১৫ জনের একটি গ্রুপ মনোনয়ন ফরম ছিনিয়ে নিয়ে চলে যায়।’ মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

মনোনয়ন ফরম ছিনতাইয়ের অভিযোগ তুলে জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা ফিরোজ উদ্দিন বাদল জানান, শনিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রাণি সম্পদ অফিসের সামনে একাধিক গাড়িতে অজ্ঞাত যুবকদের আনাগোনা দেখা যায়। এক পর্যায়ে মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার সময় অজ্ঞাত কয়েকজন যুবক ফরম ছিনতাই করে নিয়ে যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, কোন প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাইয়ের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেড



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews