সৌদি আরবের জিযান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার ইয়েমেনের নিকটবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই শহরে এক সৌদি সেনার গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে আরবি সংবাদ সংস্থা আশ-শাবাকা নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, জিযান প্রদেশের আল-আরিশ জেলায় সোমবার এ হতাহতের ঘটনা ঘটে।

তিন সহকর্মীকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। ব্যক্তিগত বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি সূত্রটির।

তবে সৌদি সেনাবাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। তদন্তের পর সৌদি আরব এ বিষয়ে বিবৃতি দেবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা ও জিযান বিমানবন্দরে প্রায়ই হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।

রোববার রাতেও আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। সেনা ঘাটিতে এমন বিরোধে ইরান সমর্থিত হুতিদের কোনো সংশ্লিষ্ট থাকতে পারে বলেও ধারণা সৌদি আরবের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews