আগে থেকে ভুটান লিগে খেলছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার। বাংলাদেশের দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র সোমবার সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।

দু’জনই দেশটির রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন। ‎প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে পেরে আনন্দিত তহুরা বলেছেন,‘খুব ভালো লাগছে। চেষ্টা করবো পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতা পরবর্তীতে দেশের হয়ে কাজে লাগাতে।’

ভুটানের লিগে এখন বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১২। এর মধ্যে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া রয়েছেন। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী খেলছেন । 

এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার—শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। শিগগিরই তারা ভুটানের লিগে খেলতে যাবেন বলে জানা গেছে ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews