অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকা রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপার জয় এখন কেবল সময়ের বলেই মনে হচ্ছে।বাকি পাঁচ ম্যাচে অতি নাটকীয় কিছু না হলে আরও একবার লীগ শিরোপা ঘরে তুলবে 'লস ব্লাংকোস' খ্যাত দলটি। 

শুক্রবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে লীগ ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।প্রথমবারের রিয়াল একাদশে সুযোগ পাওয়া 'তার্কিশ মেসি' খ্যাত মিডফিল্ডার আর্দা গিল প্রথমার্ধের ২৯ তম মিনিটে ম্যাচের  একমাত্র ও রিয়ালের জয়সূচক গোলটি করেন।

ঘরের মাঠে প্রথমার্ধে আধিপত্য দেখানো সোসিয়াদাদ পরপরই সমতাসূচক গোলের দেখাও পেয়ে গিয়েছিল।তবে স্বাগতিকদের জাপানি মিডফিল্ডার তাকেফুসা কুবোর সেই গোল  কারণে বাতিল হয় বিল্ড আপে ফাউলের কারণে।আক্রমণের শুরুতে সোসিয়েদাদের আন্দের বারেনেক্সিয়া বক্সের বাইরে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করায় মনিটরে রিপ্লে দেখে গোল বাতিল করেন রেফারি। 

দ্বিতীয়ার্ধেও সমতায় ফিরতে সোসিয়াদাদ একাধিক আক্রমণ চাললেও সফল হয়নি।৭৩তম মিনিটে সোসিয়েদাদের মিকেল ওইয়ারসাবাল রেয়ালের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।ব্যবধান বাড়াতে না পারলেও জমাট রক্ষণে জয়ে নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 

প্রতিপক্কজের মাঠে পাওয়া কষ্টার্জিত এই জয়ে শিরোপার আরও কাছে নিয়ে গেছে কার্লো আনচেলেত্তির দলকে।এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল রেয়াল। রেকর্ড ১৫ তম শিরোপা জিততে  বাকি ৫ ম্যাচে রিয়ালের দরকার আর ৪ পয়েন্ট।

৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে সবার উপরে থাকা লস ব্লাংকোসদের  পয়েন্ট এখন ৮৪। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার ৭০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews