যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আফরোজা খাতুন (৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফরোজা খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে আরিফ ইসলামের মেয়ে ও তজবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের মামা মোহসীন আলী খান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজা তার নানির সাথে বাড়িতে ফিরছিল। তারা তজবিজপুর গ্রামের (চৌগাছা-কোঁটচাদপুর) সড়কের মোড়ে পৌছালে একটি এ্যাম্বুলেন্স গাড়ি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার ইসলাম বলেন, তাকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews