বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি করেছে; সরকার তার নিজের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে।’ 

সোমবার (৯ জুন) বিকালে চাঁদপুর জেলার উত্তর মতলব ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং কোনও দলের সহযোগিতা নিয়ে এপ্রিল মাসের কথা বলছেন। এর ভেতরে কী ষড়যন্ত্র রয়েছে, কোন দোসররা জড়িত রয়েছে, কী উদ্দেশ্য রয়েছে- জাতি তা জানতে চায়। এর ফলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে।’

‘বাংলাদেশে গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। প্রত্যেকটি মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য বসে আছে’ যোগ করেন তিনি।

আমিনুল হক দলের নেতাকর্মীদের উদ্দেশে করে বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল বলেছে- আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন।’

এপ্রিল মাসে নির্বাচন নিয়ে সময় ও উদ্দেশ্য দুটাতেই প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন তা এপ্রিল মাসের প্রথমত এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির সময়। এই সময়ে মানুষ ঠিক মতো রাস্তা ঘাটে বের হতে পারে না। এপ্রিলের দুই সপ্তাহ পরে রমজান শুরু হবে। রমজানের মধ্যে কীভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে, না প্রচারণা চালাবে? তারপর পাবলিক পরীক্ষা চলাকালে স্কুল প্রতিষ্ঠানের কক্ষগুলোতে যে নির্বাচনের বুথ ব্যবহার করা হয়, পরীক্ষার সময়ে সেই বুথ গুলো ব্যবহার করা যাবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘এই সময়ে ভোট দিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ভোটের সময়টি এপ্রিল মাসে দিয়েছেন। সেটি আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের ভেতরে একটি সন্দেহ এবং একটি ষড়যন্ত্রের গন্ধ সবাই পাচ্ছেন।’

ডিসেম্বর মাসের ভেতরেই নির্বাচন আয়োজনের দাবি ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন চায়। কারণ ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর।’

খেলা উদ্বোধকের বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আতাউর রহমান ঢালী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews