আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের কাছ থেকে প্রাথমিক আবেদন ফরম আহ্বান করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। 

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম।

গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীরা দলীয় কার্যালয়ে এসে সরাসরি দপ্তর থেকে ফরম সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয়স্বার্থকে প্রাধান্য দিয়ে যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে।

গণঅধিকার পরিষদ মনে করে, এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। 

বিজ্ঞাপন

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে, ২০২১ সালে দল গঠনের পর থেকেই আমরা ঘোষণা করে আসছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে তরুণদের নেতৃত্বে প্রার্থী দেবো। সেই লক্ষ্যকে সামনে রেখে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভিত্তি করে প্রার্থী তালিকা প্রণয়নের কাজ চলছে।

প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরুতে আরও ১০০ জনের তালিকা ঘোষণা করা হবে। আমরা তরুণদেরকে প্রাধান্য দিয়ে প্রার্থী বাছাই করছি, এবং সিভিল সোসাইটির সাধারণ মানুষ যারা প্রার্থী হতে আগ্রহী, তাদের জন্যও মনোনয়নের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তরুণদের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আমরা আশাবাদী যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ভালো সম্ভাবনা তৈরি করতে পারবে।

আরটিভি/কেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews