এই গরমে ত্বক ভালো রাখতে ঘরেই করে নিন আইস বা বরফ ফেসিয়াল-

উপাদান
-

একটি খালি বরফের ট্রে
-

কয়েকটি টুথপিক
-

১ চা-চামচ তাজা অ্যালোভেরা জেল
-

১টি ভিটামিন ই ক্যাপসুল
-

সামান্য পানি

প্রণালি
-

অ্যালোভেরা জেল পানির সঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

-

এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন এবং আইস ট্রেতে রাখুন।



-

অল্প একটু জমে গেলে টুথপিক বসিয়ে দিন এবং সম্পূর্ণভাবে জমে যাওয়ার জন্য অপেক্ষা করুন।

-

যখনই সময় পান, মুখে টুকরোগুলো ঘষুন।

এ পদ্ধতি অবলম্বন করা বেশ সহজ। আপনার ত্বকের ধরন অনুযায়ী যেকোনো উপাদান এতে যোগ করতে পারেন।  

ত্বকের ফোলা ভাব দূর করে
নারীরা অধিকাংশ সময়েই খুব বেশি সময় ঘুমোতে পারেন না। নানা কাজের চিন্তা মাথায় থাকে রাতভর। সেক্ষেত্রে জলদি করে একটু আইস ফেশিয়াল করে নিলে মুখের ফোলাভাব থেকে মুক্তি মিলবে অনেকখানি।

মুখের কালচে ভাব দূর করে
সূর্যের ক্ষতিকর আলোকরশ্মির প্রভাবে মুখে কালচে ভাব দেখা দেয়। সেটি দূর করতে আইস ফেশিয়াল গুরুত্বপূর্ণ।

মেকআপের চাইতে উত্তম
কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে জলদি করে আইস ফেশিয়াল করে ফেলুন। এটি আপনার মুখকে উজ্জ্বল করার পাশাপাশি নরম ও কোমল করে তুলবে। মেকআপ অনেক সময় স্থায়ী করতেও এর জুড়ি নেই।

বয়সের ছাপ দূর করে
আইস ফেশিয়াল ত্বককে টানটান করার পাশাপাশি মুখ থেকে বয়সের ছাপ দূর করতেও সক্ষম।  

ব্রণ প্রতিরোধ করে
আইস ফেশিয়াল মুখের তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে আলাদা সমতা আনার চেষ্টা করে। ব্রণ প্রতিরোধক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews