শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিং সেন্টার বন্ধে সরকারি অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে অভিযান শুরু করেছে।  

বুধবার টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার আগে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

দীপু মনি আরও বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি বই ছাড়া নোট-গাইড বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে, অভিযোগ পেলে সেখানেই অভিযান চালানো হচ্ছে। বিষয়টিতে সফল হতে শিক্ষক-অভিভাবকসহ সবার সহযোগিতা দরকার।

পরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডির ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার সকাল ৯টায় মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews