সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়া এবং সরকারের 'নির্লিপ্ততায়' গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শুক্রবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, গত কয়েক দিনে লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্তে বাংলাদেশিদের হত্যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, কেউ ভুলবশত ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বা প্রবেশের চেষ্টা করলে নিরস্ত্র নাগরিককে গ্রেপ্তার না করে গুলিবর্ষণে হত্যা করার রেওয়াজ অবশ্যই বন্ধ হওয়া উচিত। সম্পর্কের উচ্চমাত্রার কারণে যেখানে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার কথা, সেখানে প্রতিনিয়ত বাংলাদেশির রক্ত ঝরছে, তা সুসম্পর্কের বহিঃপ্রকাশ নয়। প্রতিনিয়ত হত্যা এবং সীমান্তে বাংলাদেশিদের লাশ পড়ে থাকা স্বাধীন দেশের জন্য খুবই অমর্যাদাকর। 

এসব হত্যা বন্ধে সরকারকে দ্রুত জোরালো উদ্যোগ নিতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews