কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অবস্থান

ছবি: সংগৃহীত।

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর প্রথমবারে মত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অবস্থান জানালো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার এক এনিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, ভারত সরকারের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সমর্থন জানিয়েছে। সেইসঙ্গে উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।

আরও পড়ুন: একুশে আগস্টের হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের শ্রদ্ধা

গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এর আগে দেশটি সেখানে ৩৫ হাজার সেনা মোতায়েন করে।

ইত্তেফাক/এসআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews